জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি প্রক্রিয়া ২০১৯-২০

১)আবেদন প্রক্রিয়া-
আগামী ১ এ সেপ্টেম্বর হতে আবেদন শুরু হবে।প্রথমে তুমি একটা কম্পিউটারের দোকানে গিয়ে যে কলেজে আবেদন করতে চাও সে কলেজের নামে একটা আবেদন করতে হবে।তারপর সে আবেদন কপির প্রিন্ট কপি,এসএসসি এইচএসসি এর মার্কশিট ফটোকপি,২-৩ কপি ছবি এবং ২৫০ টাকা উক্ত কলেজে জমা দিতে হবে।

২)সাবজেক্ট+কলেজ  চয়েজ-
আবেদনে তোমাকে যেকোনো একটি কলেজ চয়েজ করতে হবে এবং ১০ টি সাবজেক্ট চয়েজ করতে হবে।
এক্ষেত্রে যাদের পয়েন্ট কম তারা জেলা ভিত্তিক কলেজগুলোতে ফর্ম না তুলে উপজেলা ভিত্তিক কলেজগুলোতে টানলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।মোট ২ বার মেরিট লিষ্ট প্রকাশ করবে,এর পরেও যদি তুমি চান্স না পাও তাহলে রিলিজ স্লিপে যেকোনো ৫ টা কলেজ চয়েজ করতে পারবে।সবাই চেষ্টা করবা সরকারি কলেজগুলো তে আবেদন করতে,সেটা নিজ জেলা বা অন্য জেলা হোক সমস্যা নেই।তুমি যদি অন্য জেলার সরকারি কলেজ ভর্তি হও ১ বছর পর তোমার নিজ জেলায় ট্রান্সফার হতে পারবে,বাট বেসরকারি কলেজে ভর্তি হলে আর ট্রান্সফার হতে পারবেনা।

(৩)Most Important :আমি বলবো তুমি যতোই ব্রিলিয়ান্ট হওনা কেন জাতীয় তে আবেদনটা করে রাখিও,কেননা ভাগ্যের কথাতো আর বলা যায়না।
আর জাতীয় তে ভর্তি শুরু হতে হতে ঢাবির রেজাল্ট ও দিয়ে দিবে,তোমার যদি চান্স হয়ে যায় তাহলেতো আর ভর্তি হতে হবেনা।তাই সবাইকে বলবো তোমরা সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে।

Nahid Hasan
University of Rajshahi
Founder of Nahid24
My Facebook Profile

national University Admission Process 2019-20


2 Comments

  1. আবেদন কপির প্রিন্ট কপি,এসএসসি এইচএসসি এর মার্কশিট ফটোকপি,২-৩ কপি ছবি এবং ২৫০ টাকা এগুলো কখন জমা দিতে হবে?? আবেদন করার পরেই নাকি চান্স হওয়ার পর?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post