বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি
Barishal university admission 2019-20

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের পূর্নাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়েছে।
আজ দুপুর ১২ টা থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদন_ফিঃ প্রতি ইউনিটের জন্য আবেদন ফি ৬০০/-
যারা বিভাগ পরিবর্তন এর জন্য আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি ১১০০/-

আবেদন এর যোগ্যতাঃ 

বিজ্ঞান(ক-ইউনিট): Total: 7.00, SSC & HSC individual 3.00 করে পেতে হবে।

মানবিক(খ-ইউনিট): Total: 6.00, SSC & HSC individual 2.50 করে পেতে হবে।

বিজনেস_স্টাডিজ(গ-ইউনিট): Total: 6.50, SSC & HSC individual 3.00 পেতে হবে।

মোট আসন সংখ্যাঃ 1440
Unit_A (বিজ্ঞান) : 569 + 154 = 723
Unit_B (মানবিক) : 370 + 28 = 398
Unit_C (ব্যবসায় শিক্ষা) : 240 + 79 = 319

ভর্তি পরীক্ষার সময়সূচিঃ
ক_ইউনিটঃ ১৯ অক্টোবর, ২০১৯( সকাল ১১ টা-১২.৩০)
খ_ইউনিটঃ ১৮ অক্টোবর, ২০১৯ ; (১০-১১) টা
গ_ইউনিটঃ ১৮ অক্টোবর, ২০১৯; (৩-৪) টা

অফিসিয়াল সার্কুলারটি দেখতে ক্লিক করুন  এখানে।

নাহিদ হাসান
রাজশাহী বিশ্ববিদ্যালয়
Youtube Channel : Nahid24
Facebook Profile : Md Nahid Hasan Munna


3 Comments

Post a Comment

Previous Post Next Post