নির্মিতি : ৭০ নম্বর
১। সংলাপ শিখেন (তাহলে খুদে গল্পের দরকার নেই)২। খুদে বার্তা & ইমেইল শিখেন (তাহলে পত্র/দরখাস্তের প্রয়োজন নেই)
৩। অভিজ্ঞতা বর্ননা & প্রতিবেদন শিখেন (তাহলে দিনলিপি & ভাষণের দরকার নেই)
[[[[বি:দ্র : মজার ব্যাপার হলো। এগুলা কখনোই মুখস্ত শিখতে হয়না। শুধু বই থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর ধারণা রাখলেই হয়। বিশেষ করে এগুলোর মধ্যেই রোহিঙ্গা বিষয়ক একটি কমন পাবেন আশা করি।]]]]
৪। ভাবসম্প্রাসরণ (( বইয়ে যা আছে কষ্ট করে সব গুলাই রিডিং পড়ে নেন।)) (তাহলে সারাংশ/সারমর্ম পড়া লাগছে না। শুধু ভাবসম্প্রসারণের মূল ধারণা টা ভালো ভাবে ২ পেজ লিখলেই হবে)
৫। রচনা (বিজ্ঞানের সব গুলো, শিল্পের সবগুলো, শীতের সকাল, শ্রমের মর্যাদা, অধ্যবসায়, ইন্টারনেটের সবগুলো, দিবসের সবগুলো, মাদকাশক্তি শিখেন) {খুব বেশি লিখলেই বস হয়ে গেলাম না, অন্তত ৮ টি পয়েন্ট। প্রতিটি পয়েন্ট ১ পেজ করে & শেষে উপসংহার ৫ লাইন লিখলেই হবে)
৬। পারিভাষিক শব্দ (২০০১-২০১৭ বোর্ড শিখেন) (অনুবাদ দরকার নেই)
ব্যাকরণ - ৩০ নম্বর
১ ও ২। উচ্চারণ ও বানানের রুলস না পড়াই ভালো। আজাইরা। মনে থাকেনা। এর থেকে ভালো ২০০১-২০১৭ বোর্ডের সব গুলো প্র্যাক্টিস করেন। এবং বইয়ের গুলো সব প্র্যাক্টিস করেন। তাহলেই হবে।
৩। উপসর্গ শিখবেন। (যেগূলো দ্বারা শব্দ ২-৩ টার বেশি বানানো যায়না, ওগুলোই গুরুত্বপূর্ণ) এবং উপসর্গের অর্থবাচকতা নেই, দ্যোতকতা আছে (এ প্রশ্নের উত্তর টা বই থেকে শিখেন)
এবং সমাস শিখেন, চিনেন, কোনটা কোন সমাস মাথায় রাখেন, ব্যাসবাক্য সহ
৪। পদ শিখেন, চিনেন, চিহ্নিত করা শিখেন। এবং প্র্যাক্টিস (২০০১-২০১৭ বোর্ড)
৫। বাক্যতত্ত্ব শিখেন ( সকল ধরনের বাক্য চিনেন, তৈরী করা শিখেন) এবং প্র্যাক্টিস (২০০১-২০১৭ বোর্ড)
৬। বাক্য শুদ্ধিকরণ (২০০১-২০১৭ বোর্ড শিখেন)
নাহিদ হাসান
রাজশাহী বিশ্ববিদ্যালয়
Youtube Channel : Nahid24
Facebook Profile : Md Nahid Hasan Munna
Bharat Negi Seo is one of the most famous SEO Expert/ Seo freelancers in India seo expert in Noida With the experience of 5+ years in SEO in Delhi NCR, Best Local Seo expert in Noida, Delhi. 10+ Years Experience. Trusted by 150+ Companies. Increase Organic Local Visibility, Quality Traffic & Sales of Your Online
ReplyDeletePost a Comment