চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার খুটিনাটিি 2019-20

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের সার্কুলার প্রকাশিত হয়েছে। কিছু ইউনিটের নূন্যতম যোগ্যতা বাড়ানো সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সার্কুলারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খুটিনাটি:
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর,২০১৯
আবেদন শেষ: ৩০ সেপ্টেম্বর, ২০১৯
আবেদন ফি: ৫৫০টাকা ( প্রতি ইউনিট)
A ইউনিট - ২৯ অক্টোবর, ২০১৯
B ইউনিট - ২৭অক্টোবর, ২০১৯
B1 ইউনিট- ৩১ অক্টোবর, ২০১৯( বেলা ৯.৪৫)
C ইউনিট- ৩০ অক্টোবর, ২০১৯
D ইউনিট- ২৮ অক্টোবর, ২০১৯
D1 ইউনিট- ৩১ অক্টোবর, ২০১৯ ( বেলা ২.১৫)
২০১৬ বা ২০১৭ সালে এস এস সি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯সালে এইচ এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
অর্থাৎ সেকেন্ড টাইম থাকছেনা। তবে ২০১৮ সালে এইচ এস সি পাসকৃত কোন শিক্ষার্থী যদি ২০১৯ সালে মানউন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং মান উন্নয়ন হয় তবে সে আবেদন করতে পারবে।
এস এস সি - ৩.৫০
এইচ এস সি- ৩.৫০
মোট- ৭.৫০
এস এস সি - ৩.২৫( মানবিক- ২.৭৫)
এইচ এস সি- ৩.২৫( মানবিক - ২.৭৫)
মোট- ৭.০০ ( মানবিক ৬.৫০)
এস এস সি - ৩.২৫( মানবিক- ২.৭৫)
এইচ এস সি- ৩.২৫( মানবিক - ২.৭৫)
মোট- ৭.০০ ( মানবিক ৬.৫০)
এস এস সি - ৩.৫০
এইচ এস সি- ৩.৫০
মোট- ৭.৫০
এস এস সি - ৩.২৫
এইচ এস সি- ৩.২৫
মোট- ৭.০
আইন অনুষদের ক্ষেত্রে আলাদা ভাবে জিপিএ ৩.৫০এবং মোট জিপিএ ৭.৫০ লাগবে।
এস এস সি - ২.৫০
এইচ এস সি- ২.৫০
মোট- ৬.০
পরীক্ষা হবে মোট ১২০ নাম্বারে।
১০০নাম্বারের বহুনির্বাচনী এবং বাকী ২০ নাম্বার হিসাব হবে এস এস সি ও এইচ এস সি এর জিপিএ এর উপর।
জিপিএ এর নাম্বার হিসাবঃ- এস এস সি জিপিএ কে ১.৬ দিয়ে গুণ এবং এইচ এস সি এর জিপিএ কে ২.৪ দিয়ে গুণ করে,দুইটা যোগ করে আপনি ২০ নাম্বারের মধ্যে কত পেয়েছেন সেটা হিসাব করতে পারবেন।
যেমনঃ ধরেন,আপনার এস এস সি এর জিপিএ ৪.৮ এবং এইচ এস সি এর জিপিএ ৪.৬।
জিপিএ নাম্বার হিসাবঃ (৪.৮*১.৬)+(৪.৬*২.৪)=১৮.৭২
বাংলা--১০
ইংরেজি -- ১৫
পদার্থ/রসায়ন/জীববিজ্ঞান/গণিত (যেকোন তিনটি সাব্জেক্টের উত্তর দিতে হবে)-- ২৫*৩=৭৫
বাংলা--৩৫
ইংরেজি--৩৫
সাধারণ জ্ঞান--৩০
#আসনসংখ্যা - ১২২১
বাংলা--৩৫
ইংরেজি--৩৫
সাধারণ জ্ঞান--৩০
#আসনসংখ্যা - ১২৫
ইংরেজি--৩০
হিসাববিজ্ঞান-- ৩৫
ব্যবসায় নীতি ও প্রয়োগ--৩৫
#আসনসংখ্যা -৪৪১
বাংলা--৩০
ইংরেজি--৩০
বিশ্লেষণ দক্ষতা--২০
সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি --২০
#আসনসংখ্যা - ১১৬০
বাংলা - ৩৫
ইংরেজি--৩০
সাধারণ জ্ঞান - ৩৫
#আসনসংখ্যা - ৩০

4 Comments

Post a Comment

Previous Post Next Post