Rajshahi University Circular 2019-20

Rajshahi University Circar 2019-20

এর আগে রাবি কর্তৃপক্ষ বলেছিল যে বিভাগ পরিবর্তন ইউনিট থাকবে না,
তবে গতকাল ২৮/৮/২০১৯ তারিখে তাদের official wensite এ তারা জানিয়েছে যে যে কোনো শাখার ছাত্র/ছাত্রী যে কোনো বিভাগেই পরিক্ষা দিতে পারবে,,
তবে যে শাখা থেকে Hsc পাশ করেছে তাকে সেই শাখার জন্য 7
নির্ধারিত যোগ্যতা থাকতে হবে তবেই প্রাথমিকভাবে আবেদন করতে পারবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্কুলার ২০১৯-২০


রাবি সার্কুলার ২০১৯-২০ ব্যাপক চেঞ্জ করা হয়েছে।এবার সেকেন্ড টাইম নেই। শুধুমাত্র ৩ টি ইউনিট।
A unit --মানবিক+বাণিজ্য
B unit ---বাণিজ্য+মানবিক+সাইন্ন
C unit+
C unit-- সাইন্স+অর্টস,ত
১ জন স্টুডেন্ট শুধু ১ টি ইউনিট এ পরিক্ষা দিতে পারবে। প্রাথমিক আবেদন ফি ৫৫/ টাকা।
চূড়ান্ত আবেদন ফি ১৯দ/ টাকা।
আবেদন শুরু ৩/৯/১৯ তারিখ থেকে,
পরিক্ষা ২০,২১,২২ অক্টোবর।

মানবন্টন: Mcq ৬০+ লিখিত ৪০ নম্বর।
লিখিত প্রশ্ন ২০ টি(Short answer Question)..
২০ টি প্রশ্নে ৪০ নম্বর।
McQ প্রশ্ন ৬০ টি যার সময় ৫০ মিনিট।
লিখিত প্রশ্নের জন্য সময় ৪০ মিনিট।


আবেদন যোগ্যতা :
মানবিক ৩ পয়েন্ট করে ৭.০০.
বাণিজ্য ৩.৫০ করে ৭.৫০.
সাইন্স ৩.৫০ করে ৮.০০.
৩২০০০ হাজার জন প্রতি ইউনিটে এক্সাম দিতে পারবে।

বিস্তারিত জানতে নিচের Video টি দেখতে পারেন :

Post a Comment

Previous Post Next Post