HSC বাংলা ২য় পত্র সাজেশন ২০২০-২১

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ-২০২০-২১
আশা করি ভালো আছো,বরাবরই তোমাদের কাছে চমক নিয়ে হাজির হই,তাই,আজ আবার ও তোমাদের জন্য থাকছে চমক।
যাইহোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

এইচএসসি বাংলা ২য় পত্র পরীক্ষার জন্য এই সাজেশনে যা দেওয়া আছে আশা করি ভালোভাবে তোমরা পড়ে নিবে......

বাংলা ২য় পত্রে ফুল মার্কস পাওয়ার জন্য তুমি কি পড়েছো সেটা বড় কথা না,বরং তুমি কতটা নিয়ম জানো সেটাই বড় কথা,তাই,তোমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে,....

ব্যাকরণ : ব্যাকরণ এর কোনগুলা আসবে সেগুলা একটু দেখলেই বুঝা যায়,তবুও কিছু ইম্পরট্যান্ট কিছু বলে দিচ্ছি।

১ নং: এখানে মূলত উচ্চারণ টাইপের কিছু লিখতে বলে, এ/ব/ম ফলার উচ্চারনগুলো খুবই ইম্পরট্যান্ট,এগুলো খুব ভালো করে পড়বে।

২ নং: এখানে মূলত বানানের নিয়ম আসে,তাই এখানে চার-পাঁচটা নিয়ম পড়লেই এনাফ! 
বাংলা একাডেমি প্রমিত,বাংলা বানানের আধুনিক,অতৎসম, ষ-ত্ব বিধানের ৫ টি নিয়ম। এই চারটা আর সাথে আর কিছু পড়লেই ৫ মার্ক খুব সহজভাবে ক্যারি করা যাবে।

৩ নং: এখানে মূলত পদ রিলেটেড প্রশ্ন থাকে,যেমন, বিশেষ্য,বিশেষণ,ক্রিয়া, সর্বনাম,
যোজক এই চার/­পাঁচটার শ্রেণিবিন্যাস,শব্দের উৎস্যগত,অর্থগত শ্রেণীবিন্যাস পড়লেই এখানে খুব সহজে ৫ নং ক্যারি করা যাবে।

৪নং: এখানে সমাস,প্রতেয় বা উপসর্গ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থনোতকতা আছে এটা খুবই ইম্পরট্যান্ট,তাই এগুলোর দিকে ভালো করে নজর রাখবে।

৫ নং: এখানে মূলত বাক্য নিয়ে প্রশ্ন আসে। এখানে দুইটা জিনিস খুব বেশি ইম্পরট্যান্ট,সাথে ২-১ টা প্রশ্ন শিখে নিলে খুব সহজে ৫ নাম্বার পাওয়া যেতে পারে।
*বাক্য কাকে বলে? অর্থ/গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো।
*সার্থক বাক্যের গুনাবালি আলোচনা করো।

৬ নং: এখানে শুদ্ধ বানান লিখতে হবে। এটা মূলত বিভিন্ন বোর্ডে আসাগুলা দেখেগেলেই এনাফ।

এবার আসি রিটেন পার্ট নিয়ে:

রিটেন পার্ট এমন একটা বিষয় যেখানে কতটুকু পড়াশুনা করেছো সেটা বিষয় না, কতটুকু সুন্দর করে সাজিয়ে লিখতে পেরেছো সেটাই মেইন! একটু সুন্দরভাবে লিখলেই এখানে ৭০ এর মধ্যে খুব সহজে ৬০+ মার্ক ক্যারি করা যায়।

*অনুবাদ/পারিভাষিক শব্দ: এখানে মূলত যার যেটা কমন আসে সেটা লিখবে। কারো অনুবাদ কমন আসলে সেটা দিয়ে দিবে। পারিভাষিক শব্দ কমন আসলে সেটা দিবে। এখানে খুব ভালোভাবে লিখলেই অনুবাদে স্যার ৯ দিতে বাধ্যে।

*অভিজ্ঞতা/দিনলিপি: দুটোই খুব সহজ আর মজার, এটা আসলে পড়তে হয় না, নিজের মত যা চাইবে খুব সুন্দরমত লিখা যায়। 
দিনলিপির আরেক মিনিং ডায়েরী,এটা প্রথমে উপরে তারিখ দিয়ে দুই পাতার মত লিখবে,তাহলেই এনাফ!
বইতে নিয়ম দেওয়া আছে, ভালো করে দেখে নিও।
দিনলিপিতে কোন টাইমে কি করেছো সেটা উল্লেখ করে দিবে।স্যার ১০ থেকে ৯ নাম্বার দিতে বাধ্যে।
এটার বিপরীতে ভাষন/প্রতিবেদন দিতে পারো। সেগুলা ইগ্নোর করাই ভালো। 
এগুলা থেকে দিনলিপি আর অভিজ্ঞতা বর্ননাই সহজ।

*ক্ষুদে বার্তা/ইমেইল: এই দুইটা সব থেকে মজার। কিছুই পড়তে হবে না। জাস্ট নিয়ম অনুযায়ী কতটা সুন্দরভাবে লিখতে পারো সেটাই মেইন! এই দুইটা বক্স আকারে লিখলে স্যার ১০ এ ৯ দিতে বাধ্যে।
hsc bangla 2nd paper suggesition 2020-21
*সারমর্ম /ভাবসম্প্রসারন: সারমর্ম কমন আসলে আর কিছু চিন্তা না করে সেটা লিখে দিবে।
অনেক টাইম বেঁচে যাবে, 
আর যদি কমন না আসে ভাব-সম্প্রসারন লিখবা। সারমর্ম পাঁচ লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা।
;
*সংলাপ/ক্ষুদে গল্প : এটাও অনেক মজার। সংলাপ মানেই ইংরেজির ডায়লোগ,ক্ষুদে গল্প মানে ইংরেজির স্টোরি! যে যেটা ভালো পারে দিবা। তবে সংলাপ দেওয়াই ব্যাটার। মিনিমাম দুই থেকে আড়াই পাতা লিখবে।

*রচনা: এটা খুবই গুরুত্বপূর্ণ। রচনা দুইভাবে লিখা যায়। পয়েন্ট দিয়ে আর প্যারা দিয়ে। যে যেইভাবে লিখে অভ্যাস্ত সেভাবে লিখবে।

এই কয়েকমাস তোমরা বেশি বেশি ব্যাকরন, সারমর্ম+অনুবাদ/­পারিভাষিক এই তিনটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করো। 
বাকিগুলা খুব একটা পড়তে হয় না। জাস্ট নিয়ম জানা থাকলেই চোখ বুঝে ইচ্ছেমত লিখা যায়। নিয়মটা ইম্পরট্যান্ট।

কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সাজেশনটি ভালো করে উপস্থাপন করার।
  • HSC Bangla 2nd Paper এর Video class পেতে চাইলে ক্লিক করুন এখানে। 
পরিশেষে,তোমাদের সকলের মঙ্গল কামনা করি,তোমরা যেন সফলতা লাভ করতে পারো সেই দোয়া-ই করি।

ধন্যবাদ আমার সকল ছাত্র-ছাত্রীদেরকে।

Nahid Hasan
University of Rajshahi
Founder of Nahid24

Post a Comment

Previous Post Next Post