HSC অর্থনীতি ১ম পত্রের সাজেশন -এইচ.এস.সি ২০২০


১. সুযােগ ব্যয় কাকে বলে? লেখচিত্রের সাহায্যে সুযােগ ব্যযের ধারণাটি ব্যাখ্যা করাে।
২. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বােঝায়? চিত্রের। সাহায্যে ব্যাখ্যা করাে।
৩. অর্থনৈতিক সমস্যা বলতে কী বােঝায়? অর্থনৈতিক সমস্যা। সমাধানে বিভিন্ন কর্মপর্যায়গুলাে আলােচনা করাে।
৪. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বােঝায়? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলাে বর্ণনা করাে।
৫. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বােঝায়? মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলাে আলােচনা করাে।
৬. অপেক্ষক কাকে বলে? নিম্নে প্রদত্ত চাহিদা ও যােগান অপেক্ষকগুলাে থেকে সূচি তৈরি করে চাহিদা ও যােগান রেখা অঙ্কন করাে। i) D = 10-2P, ii) D = 8 – P, ii) S = 5 + 3P
৭. রেখার ঢাল বলতে কী বােঝায়? একটি সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় বা পরিমাপ করা যায়?
৮. ঢাল কাকে বলে? একটি বক্ররেখার ঢাল তুমি কিভাবে নির্ণয়। করবে?
৯. চাহিদা বলতে কী বােঝাে? একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে। চাহিদা রেখা অঙ্কন করাে।
১০. চাহিদার সংকোচন ও প্রসারণ এবং | চাহিদার হ্রাস-বৃদ্ধি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করাে।
১১. চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করাে।
১২. যােগানের স্থিতিস্থাপকতা কাকে বলে?| যােগানের স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা যায়? |
১৩. ভারসাম্য কী? চাহিদা ও যােগানের পারস্পরিক প্রভাবে। কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হ্য? তা চিত্রসহ ব্যাখ্যা করাে।
১৪. উৎপাদন কাকে বলে? উৎপাদনের | উপকরণগুলাের তুলনামূলক গুরুত্ব ব্যাখ্যা করাে।
১৫. শ্রমের দক্ষতা কাকে বলে? শ্রমের দক্ষতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
১৬. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা। করাে। এর ব্যতিক্রমগুলাে কী?
১৭. পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করাে।
১৮. একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া বাজারে ফার্মের। উৎপাদন ও দাম কিভাবে নির্ধারিত হয়, তা চিত্রসহকারে ব্যাখ্যা করাে।
১৯. সংগঠন বা উদ্যোক্তা কাকে বলে? আধুনিক
উৎপাদন ব্যবস্থায় সংগঠকের বা সংগঠনের ভূমিকা বা কার্যাবলি বর্ণনা করাে।
২০. যৌথ মূলধনী কারবারের সংজ্ঞা দাও। যৌথ মূলধনী কারবারের সুবিধা ও অসুবিধা বর্ণনা করাে।
সংক্ষিপ্ত প্রশ্ন।
১. শ্রমের দক্ষতা বলতে কী বােঝায়?
২. শ্রমের গতিশীলতা বলতে কী বােঝায়?
৩. শিল্পের স্থানীয়করণ বলতে কী বােঝায়?
৪. স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্য দেখাও।
৫. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী?
৬. অর্থনীতিতে বাজার বলতে কী বােঝায়?
৭. গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও।
৮. গড় আয ও প্রান্তিক আয বলতে কী বােঝায়?
৯. ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের শর্তগুলাে কী?
১০. পূর্ণ প্রতিযােগিতার শর্তগুলাে কী কী? |
১১. চাহিদাবিধিটি ব্যাখ্যা করাে।
১২. চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কী?
১৩. চাহিদার নির্ধারকগুলাে কী?
১৪.পরিবর্তক ও পরিপূরক দ্রব্য বলতে কী বােঝায়?
১৫. চাহিদার হ্রাস-বৃদ্ধি বলতে কী বােঝায়? ১৬. চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কী বােঝায়?
১৭. চাহিদার আড়াআডি স্থিতিস্থাপকতা কাকে বলে?
১৮. স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ করাে।
১৯. অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ ও ‘নির্বাচন বলতে কী বােঝায়?
২০. সুযােগ ব্য্য বলতে কী বােঝায়?
২১. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বােঝায়?
২২. ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করাে।
২৩. চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য কী?
২৪. স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য কী?
২৫. রেখার ঢাল বলতে কী বােঝায়?
২৬. যােগান ও মজুদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৭. বাজার ভারসাম্য বলতে কী বােঝায়?
২৮. সংগঠন কাকে বলে?
২৯. উদ্যোক্তার বা সংগঠকের কার্যাবলি কী কী?
৩০. অংশীদারি কারবার কী?
৩১. যৌথ মূলধনী কারবার কাকে বলে?
৩২. শেয়ারবাজার কী?"


নাহিদ হাসান

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Youtube Channel : Nahid24

Facebook Profile : Md Nahid Hasan Munna

Post a Comment

Previous Post Next Post