কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর
লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে
সবার টেস্ট পরিক্ষা যেহেতু প্রায় চলে এসেছে তাই ভাবলাম পোষ্টটি করি তোমাদের উপকারে আসবে।
.
👉অনেকেই জিজ্ঞাস করেছে যে ভাইয়া, এত
কম সময় তার মধ্যে লিখা বেশি অথচ নাম্বার
দেয় কম, কি করা যায়?😊
.
প্রথমেই বলবো যে সৃজনশীল লিখার কৌশল
আছে যেখানে একটু কম লিখলেও নাম্বার
পাওয়া যাবে। তার আগে সৃজনশীল সম্পর্কে
একটু জানি😃
.
👉সৃজনশীল এ ৪ টি অংশ
যার মান ১+২+৩+৪ = ১০।
.
সৃজনশীল এ কিভাবে লিখবে তার সিক্রেট
কিন্তু এর মানবন্টণ এই দেওয়া আছে।😊
.
আমরা যখন #ক অংশ উত্তর করবো তখন চেষ্টা
করবো এক লাইনে শেষ করে দেওয়ার জন্য।
.
এইবার আসি মূল অংশেঃ
.
#খ অংশ উত্তর করার সময় আমরা #২ টা
ধাপে উত্তর করবো। ধরো প্রশ্ন আসলো যে
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় একুশের চেতনা
বলতে কি বুঝানো হয়েছে?
.
👌তুমি লিখা শুরু করবা এভাবেঃ ( প্রথমে
প্রশ্নের মধ্যে কি চেয়েছে তা একলাইনে
শেষ করে দেওয়া, যাতে সহজেই শিক্ষকের
নজর কাড়ে।) যেমনঃ
.
একুশের চেতনা বলতে কবি মূলত আমাদের
ভাষা আন্দোলনের কথাই বুঝিয়েছেন।😍
.
(এখানে একটু ফাকা রেখে দ্বিতীয় ধাপে
লিখবো একটু বিস্তারিত)
.
একুশের চেতনা বলতে ---------------
---------------
---------------------------------------------
---------------
--------------------------------। লিখা শেষ।
মোট কথা প্রথমে এক লাইনে প্রশ্নের উত্তর করবো। দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপে ঐ উত্তর
সম্পর্কে হালকা আলোচনা করবো। বেশি হলেও ৩-৪ লাইন হবে।
.
#গ অংশে মান হচ্ছে ৩ অর্থাৎ এক্ষেত্রে
আমরা ৩ ধাপে উত্তর করবো। যেমন চাষার
দুক্ষু প্রবন্ধে লেখিকা কোনটিকে দায়ী
করেছেন?😎
.
👉১ম ধাপঃ চাষার দুক্ষু প্রবন্ধে লেখিকা
বিলাসিতা কে দায়ী করেছেন। ( টিচার শুধু
এটাই দেখবে। বাকি লিখা আর পড়বে না।
কারণ শিক্ষক তার উত্তর পেয়ে গেছেন।)
. [ফাকা রেখে]
২য় ধাপঃ বিলাসিতা আসলে কি সেটা এই
অংশে ২-৩ লাইনে লিখবা।
. [ফাকা রেখে]
৩য় ধাপঃ কেন বিলাসিতাকে দায়ী করা
হলো তা লিখবা মাত্র ৭-৮ লাইনে।
#ঘ অংশের মান হচ্ছে ৪। তাই আমরা ৪ টি
ধাপে এই অংশ উত্তর করবো। যেমন
উদ্দিপকের সাথে আহবান গল্পের সাদৃশ্য
বর্ণনা করো।
.
১ম ধাপঃ এখানে লিখবো কি সাদৃশ্য ১ লাইনে।
. [ফাকা রেখে]
২য় ধাপঃ আহবান কি টাইপের গল্প তা নিয়ে ৩-৪ লাইন লিখবো।
. [ফাকা রেখে]
৩য় ধাপঃ কি সাদৃশ্য তা নিয়ে বিস্তারিত ৫-৬ লাইন।
.[ফাকা রেখে]
৪র্থ ধাপঃ উপসংহার লিখবো ৭-৮ লাইনে।
.
অর্থাৎ ধীরে ধীরে এক ধাপ পূর্বের ধাপের
চেয়ে একটু বড় হবে।
.
এখন প্রশ্ন হতে পারে ভাইয়া, উত্তর যদি
আমি প্রথমেই এক লাইনে করে ফেলি তাহলে
ভেতরে কি লিখবো?🤔
.
#উঃ ভাইয়া, এখনকার শিক্ষকরা ভেতরের
মাল-মশলা দেখে না। তারা প্রথমেই যদি
সঠিক উত্তর পাই তাহলে তারা ধরে নেয় যে
ভেতরেও ঠিক আছে। আর তোমরা যে
সৃজনশীল বেশি পারো সেটা সর্বপ্রথম উত্তর
করবা। কারণ তারা যদি প্রথম সৃজনশীল সঠিক
পায় তাহলে তারা এটা ধরে নেয় যে পরেরগুলিও ঠিক আছে।
🤓 সবচেয়ে বড় কথা হলো পরীক্ষার হলে মাথা খাটিয়ে লিখবা। আর পরীক্ষার হলে যাবার আগে বাসায় বেশি বেশি লিখে অভ্যাস করবা। ইনশাআল্লাহ, তোমাদের সৃজনশীল
Post a Comment